সোনারগাঁওয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ

সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৬:২৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কান্দাপাড়া এলাকায় জমি সক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষক ও তার স্ত্রী সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

চিকিৎসার জন্য আহতদেরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে আহতদের ভাই মো. আবুল হোসেন সিকদার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও লিখিত অভিযোগে বাদী জানান, উপজেলার সনমান্দী ইউনিয়ন কান্দাপাড়া এলাকার কৃষক মোহন সিকদারের সাথে একই এলাকার কামাল হোসেন, আহসান উল্লাহদের সাথে জমি সক্রান্ত বিষয়ে মনোমালিন্য চলার এক পর্যায়ে মোহন সিকদারের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর অনুমানিক ১২টার দিকে মোহন সিকদার জমি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কান্দাপাড়া ব্রিজে বিবাদী কামাল হোসেন, আহসানউল্লাহ, আল-আমীন মিয়া, শারজাহান, আবু সাইদ, কবির হোসেন, সাগর মিয়াসহ আরও ৩-৪ জন বিবাদী তাদের হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে  পথরোধ করে মোহন সিকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

এ সময় তার ডাকচিৎকারে তাকে রক্ষা করার জন্য তার স্ত্রী হোসনেয়ারা, ছোট ভাই মিলন সিকদার, ভাতিজা মিনহাজ ও মেহেদী সিকদার এগিয়ে আসলে বিবাদীরা সকলকেই পিটিয়ে যখন করে এবং ভাবী হোসনেয়ারাকে শ্লীলতাহানি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

স্থানীয়দের সহায়তায় আহতের চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অবস্থা অবনতি দেখে আমার ভাই মোহন সিকদারকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।

পরদিকে অভিযুক্ত কামাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, এবিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ