ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে এ পথে সর্বসাধারণের যাতায়াত। এ দিন সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর থেকে সরাসরি মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। এটি পল্লবী স্টেশন থেকে ছাড়ে ৭টা ৩৭ মিনিটে। পরে ৮টা ২ মিনিটের দিকে ৩২ মিনিটের ব্যবধানে মতিঝিলে গিয়ে পৌঁছায়।
প্রথম দিনে অল্প সময়ের মধ্যে মতিঝিলে যেতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। ট্রেনে যাত্রীদের বেশ ভিড়ও ছিল লক্ষ্যণীয়। যাত্রীরা বলেন, মিরপুর থেকে মতিঝিল যেতে এক-দুই ঘণ্টা সময় লেগে যায়। সেখানে মাত্র ২০-২৫ আসা যাচ্ছে।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআরএস