৫ম বারের মতো বাড়লো এলপি গ্যাসের দাম

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৩:৪৫ পিএম

টানা ৫ম বারের মতো বৃদ্ধি করা হয়েছে রান্না কাজে বহুল ব্যহহৃত এলপি গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

আজ রোববার (৩ ডিসেম্বর ) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি),। আজ সন্ধ্যা থেকে ঘোষিত এই দাম কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

এছাড়াও এর আগে আগস্ট মাসে ১৪১ টাকা, সেপ্টেম্বরে ১৪৪ টাকা, অক্টোবরে ৭৯ টাকা বৃদ্ধি করেছে বিইআরসি।

আরএস