দৌলতপুর সীমান্তে অস্ত্রসহ মাদক চোরাকারবারি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৫৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দেশীয় ধারালো অস্ত্রসহ কুখ্যাত মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাস (৩৫) কে আটক করেছে বিজিবি।

এছাড়াও গত দুই দিনে পৃথক অভিযানে ৭ লক্ষ ২৯ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ শকুনতলা নামক এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় ধারালো অস্ত্রসহ (১ টি বল্লম, ১ টি হাশুয়া, ১ টি ছুরি), ৫ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ১টি টর্চ লাইট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও নগদ ৫২২ টাকাসহ কুখ্যাত মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাসকে আটক করা হয়। আটককৃত রিংকু বিশ্বাস উপজেলার শকুনতলা গ্রামের মৃত নুরাল বিশ্বাসের ছেলে।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা দায়ের করে আসামীকে আটককৃত মালামালসহ দৌলতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন বিজিবি।

এছাড়াও, গত দুই দিনে উপজেলার আশ্রয়ন বিওপি এলাকায় ২৭০ গ্রাম হেরোইন, ১৬ বোতল ফেন্সিডিল, জয়পুর বিওপি’র সীমান্ত এলাকায় ৩৭৭ বোতল ফেন্সিডিল ও মহিষকুন্ডি বিওপি’র সীমান্ত এলাকায় ৯ বোতল মদ (মালিক বিহীন) আটক করেন বিজিবি।

উদ্ধারকৃত এসকল মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য-৭ লক্ষ ২৯ হাজার ২ শ ২২ টাকা বলে বিজিবি সুত্রে জানানো হয়।

বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এই সকল মাদকদ্রব্য উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে।

বিআরইউ