অবকাশ যাপনে ৩ দিনের সফরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার সাজেক পর্যটন এলাকায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফর সঙ্গীদের নিয়ে ২৭ বিজিবি হেলিপ্যাডে ১.২০ মিনিটে অবতরণ করেন। রাষ্ট্রপতি সেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন।
রাষ্ট্রপতির এ সফর ঘিরে সাজেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ ছাড়া রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না বলেও জানান তিনি। ভ্রমনকালে মহামান্য রাষ্ট্রপতি সাজেকের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ সময় সফর সঙ্গীদের মধ্যে স্ত্রী ড. রেবেকা সুলতানা, পুত্র মোহাম্মদ আরশাদ আদনান, পুত্রবধূ চেমন আরা সুমি, দৌহিত্র তাহসিন মোহাম্মদ আদনান ও তাহমীদ মোহাম্মদ আদনানসহ রাষ্ট্রপতির একান্ত সচিব, সামরিক সচিবসহ বিভিন্ন পদের কর্মকর্তাগণ।
এ সময় রাষ্ট্রপতিকে অর্ভ্যথনা জানান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারসহ অন্যান্য পদবীর উচ্চ পর্যায়ের অফিসার।
আরএস