মির্জাপুরে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৬:১৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নকল করার অপরাধে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার মির্জাপুর পৌরসদরের শহিদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে এসএসসি ভোকেশনাল ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে বইয়ের পাতা ছিঁড়ে নকল করছিল এমন সময় হাতেনাতে দুই পরীক্ষার্থীকে আটক করেন উপজেলা পরিসংখ্যান অফিসার ও ট্যাগ অফিসার ফরহাদ হোসেন ফাহাদ।

পরে মির্জাপুর এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম খান তাদের দুজনকে বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মার্জান মিয়া ও আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী মো. মহিসন হোসেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, অসৎ উপায় অবলম্বনের কারণে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যেকোনো পদক্ষেপ নেয়া হবে।

ইএইচ