শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রমিকরা যেন রাস্তায় না নামে, ঈদের আগে বেতন-বোনাস দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০১:৪৪ পিএম

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, শ্রমিকরা কোনোভাবেই যেন রাস্তায় না নামে, এ জন্য ঈদের আগেই তৈরি পোশাকসহ সকল শ্রমিকের উৎসব ভাতা, বেতন পরিশোধ করা হবে। 

বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে শ্রমিকদের ঈদের ছুটি দিতে হবে এবং সেটা সরকারি ছুটির চেয়ে কম যেন না হয়। ইদের আগে শ্রমিকদের কোনোপ্রকার ছাঁটাই ও ‘লে অফ’ করা চলবে না।

এর আগে, গত ২০ মার্চ ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেয়া হবে বলে জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

বিআরইউ