এমএসএফ

মার্চে ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৪:৩৩ পিএম

চলতি বছরের মার্চ মাসে ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৩৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ৯টি, ধর্ষণ ও হত্যা ১টি। আবার এর মধ্যে ২ জন প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‍‍`মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মার্চ, ২০২৪‍‍` এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফ এর পক্ষ থেকে প্রতি মাসে এই  প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী মার্চ মাসে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে দেশে আইন থাকা সত্ত্বেও অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যায় নি।  

মার্চ মাসে ধর্ষণের শিকার ৩৮ জনের মধ্যে ১২ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন কিশোরী এবং ধর্ষণ ও হত্যার শিকার ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ১৪টি, যৌন হয়রানি ১৮টি ও শারীরিক নির্যাতনের ৩৭টি ঘটনা ঘটেছে। এ সময়ে ১৪ জন কিশোরী ও ৩৯ জন নারীসহ মোট ৫৩ জন আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী। এ মাসে ১ জন শিশু ও ১ জন কিশোরী অপহরণের শিকার হয়েছেন। অপরদিকে ১ জন কিশোরী ও ১ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও মার্চ মাসে ১০ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬১ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৭ জন শিশু ও কিশোরী রয়েছেন। এ মাসে ২টি ধর্ষণের ঘটনা সমাজপতিরা আপস করেন। তারা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশে মীমাংসার সিদ্ধান্ত দেন। 

আরএস