র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে গিয়ে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করছে। আমরা প্রতিটি এলাকায় বিশেষ নজরদারি রেখেছি।
সোমবার (৮ এপ্রিল) সকাল ৯ টায় স্টেশন পরিদর্শন করে যাত্রীদের খোঁজ খবর ও অভিযোগ জানার চেষ্টা করেন তিনি। ঈদুল ফিতরকে ঘিরে ঘরে ফেরা মানুষের খোঁজ নিতে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন তিনি।
এসময় খন্দকার আল মঈন বলেন, আপনারা যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। কৌশল করে নিজস্ব নিরাপত্তা জোরদার করুন। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে আইনশৃঙ্খলা বাহিনী খুব সহজে ফুড প্রিন্ট পেতে পারে। আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সম্পদ রক্ষায় প্রস্তুত।
তিনি বলেন, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা রেলওেয়ের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। স্টেশনের সামনে আমাদের কন্ট্রোল রুম আছে। যেকোনো অভিযোগ যাত্রীরা করতে পারবে।
এছাড়া দ্রুত নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষে আমাদের বিশেষ টিম তৈরি করা হয়েছে।
বিআরইউ