মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ১৪, ২০২৪, ১০:৩৩ এএম

বাংলাদেশসহ পুরো বিশ্বে মা‍‍’কে স্মরণ করতে পালিত হচ্ছে বিশ্ব মা‍‍ দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১১ জন গর্ভধারিণী মাকে স্বপ্নজয়ী মা‍‍ সম্মাননা প্রদান করেছ মহিলা বিষয়ক অধিদপ্তর। এই ১১ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি)।

আজ  রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয়  মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের  উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনোপ্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত  মা দিবস উদ্‌যাপনের মূলমন্ত্র।

বিআরইউ