সিনিয়র সহকারী সচিব হলেন আট কর্মকর্তা

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: মে ১৬, ২০২৪, ১১:১৬ এএম

সিনিয়র সহকারী সচিব পদে নন-ক্যাডার কোটায় পদোন্নতি পেয়েছেন আট কর্মকর্তা। বুধবার (১৫ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন।

পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব-স্ব পদে তারা কর্মরত থাকবেন বলেও এতে জানানো হয়।

বিআরইউ