দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, শুধুমাত্র আইন তৈরি করে দুর্নীতি দমন সম্ভব নয়, দুর্নীতি দমনে জনগণের মধ্যে জনসচেতনতা দরকার। পারিবারিক পর্যায় থেকেই দুর্নীতি দমন শুরু করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জই মামুন।
যৌথভাবে সভা পরিচালনা করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুর্নীতি রেখে উন্নয়ন হলেও তা কখনও টেকসই হবে না। নাগরিকরা যদি দায়িত্ব পালনে সচেতন হন এবং পারিবারিক পর্যায়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভূমিকা রাখেন, তবে ফলাফল আশাপ্রদ হবে।
তিনি বলেন, অধিকাংশ অভিযোগে সুনির্দিষ্ট কোন তথ্য থাকে না, যার কারণে কোন প্রমাণ ছাড়া মামলা দায়ের সম্ভব হয় না। সরকারি প্রতিষ্ঠানে যদি সঠিকভাবে দায়িত্ব পালন হয়, তবে দুদকে অভিযোগই আসবে না। নাগরিকরা সচেতন না হলে দুর্নীতি কমানো সম্ভব হবে না।
ইএইচ