তৃতীয় ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৯, ২০২৪, ১০:৪৯ পিএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

এদিকে ভোটগ্রহণের পর গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা।

নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-

টাঙ্গাইল

টাঙ্গাইল সদর উপজেলায় ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নাগরপুরে প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস আনরস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও দেলদুয়ারে জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মারুফ কাপ পিরিচ প্রতীকে ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম লাল্টু (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। 

ফরিদপুর

সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৩৩৩ ভোট।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে কাওসার ভুইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৬২ হাজার ৮৭০ ভোট।

রাঙামাটি

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা।

লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু।

লালমনিরহাট

জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান সুজন।

কক্সবাজার

জেলার রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।

উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।

নীলফামারী

জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ঘোড়া প্রতীকে তিনি ৮২ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে আশুগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ২৪৮ ভোট।

খাগড়াছড়ি 

মহালছড়ি উপজেলায় বিমল কান্তি চাকমা কাপ পিরিচ প্রতীক ১০ হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) প্রার্থী।

শরীয়তপুর

ডামুড্যা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবদুর রশিদ গোলন্দাজ। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৯৮ ভোট।

অন্যদিকে গোসাইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন সরদার। হেলিকপ্টার প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ১৮৭ ভোট।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৩৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা।

অন্যদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা ইসলাম ৬০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। এতে জাসদের (আম্বিয়া) কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক  মো. শাহজাহান আলী সাজু মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ

শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৫ হাজার ২১৮ ভোট।

অন্যদিকে চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন দোয়াতকলম প্রতীকে ১৪ হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা

পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সোহেল হাসান শাহীন মোটরসাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঈশ্বরদী উপজেলাতে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীকে ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে আটঘরিয়া উপজেলায় তানভীর ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

রংপুর

রংপুর সদর উপজেলার ৬১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন আনারস প্রতীকে ২৮ হাজার ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রংপুর গংগাচড়া উপজেলার ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৮ হাজার ২৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

মৌলভীবাজার

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানু লাল রায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪২ হাজার ৬৬৯ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জের ৩ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

হবিগঞ্জ সদরে, ২য় বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী নেতা মোতাচ্ছিরুল ইসলাম তিনি আনারস মার্কায় ৩৬৪১৯, প্রতিদ্ধন্দি মো. মশিউর রহমান শামীম আরেক আওয়ামী নেতা তিনি কাপ-পিরিচ মার্কায় ৩৩৭১৫ ভোট পেয়েছেন।

এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলায় ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী নেতা অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

শায়েস্তাগঞ্জ উপজেলায় ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী নেতা আব্দুর রশিদ তালুকদার ইকবাল, কোন বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন এ কে এম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ)। এ নিয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো জয়লাভ করলেন তিনি।

কাপ পিরিচ প্রতীক নিয়ে সালাহ উদ্দিন টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব (ঘোড়া)। 

বুধবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ। 

ময়মনসিংহ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ৩৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী( কৈ মাছ) প্রতীকের প্রার্থী ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল সরকার পেয়েছেন ৩১ হাজার ৮৮৭ ভোট। 

ইএইচ/বিআরইউ