ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৭:০২ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ঔষধি গাছের কমপক্ষে একটি গাছ রোপণ করা উচিত। 

তিনি আরো বলেন, আমরা সম্মিলিতভাবে গাছ রোপণ করে, একটি সবুজ, স্বাস্থ্যকর, অধিকতর টেকসই ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো।

সাবের হোসেন চৌধুরী ঢাকার ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ‘ওয়ান ট্রি ৪ মাদার’ ক্যাম্পেইন উদ্বোধনকালে এ কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ওয়ান ট্রি ৪ মাদার’ ক্যাম্পেইন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রমাণ।
তিনি বলেন, বন্ধুপ্রতিম  দুই দেশ একসঙ্গে কাজ করে আমরা আরও টেকসই ভবিষ্যত গড়ে তুলতে ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে পারবো। এ কর্মসূচি সকলকে গাছ রোপণ ও লালনে একত্রিত করে আমাদের পৃথিবীকে রক্ষার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে।

এ সময় বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ  উপস্থিত ছিলেন।

আরএস