বায়ুদূষণ রোধে দেশব্যাপী ন্যূনতম ৫০০ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ’১০০ কর্মদিবস অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা’ বাস্তবায়ন অগ্রগতি শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা জানায় পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর কর্তৃক সারাদেশে ১৬৯ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৮১ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৫ কোটি ৮ লাখ পাঁচ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মন্ত্রী বলেন, ২৫০ টি অবৈধ ইটভাটা/চিমনি সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয়েছে।
বিআরইউ