কোটা সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ১১:০২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি। 

রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বলেন, পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।

হাসপাতাল থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরের পর শনিবার সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

এছাড়াও আজ আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি ডিবির। ডিবির হেফাজতে থাকা এই ছয় সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

এক এক করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নিজেরাই বলছিলেন তারা ঝুঁকিতে আছেন। তাই তাদের নিরাপত্তার জন্যই নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসা করা হয়, কোন কোন রাজনৈতিক দল বা কারা এই ধরনের প্ররোচনা দিয়েছে; কারণ, পরবর্তীতে সহিংস রূপ নিল। তাদের এখনো অ্যারেস্ট (গ্রেপ্তার) করা হয়নি।’

ইএইচ