অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে তাহলে উদ্যোগ নেবে তারা।
রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করেন এম তৌহিদ হোসেন।
মতবিনিময়কালে তৌহিদ হোসেনের কাছে এক সাংবাদিক জানতে চান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে কি না—জবাবে তিনি বলেন, ‘এটা আমার বিষয় নয়। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি কখনো আমাদের বলে তাকে (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, তাহলে পররাষ্ট্রসচিব হয়তো চিঠি দেবেন।’
শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘একটা বিষয় মনে রাখতে হবে সবকিছু ছাত্রদের নিয়ন্ত্রণে নয়, আমাদের নিয়ন্ত্রণেও নয়। দেখতে থাকুন কী হয়।’
সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলছি। উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে। এটুকু তথ্য নিশ্চিত করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারব না।
ইএইচ