বাতিল হচ্ছে চুক্তিভিত্তিক সব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ১১:৩২ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ রোববার প্রথম পূর্ণ কর্মদিবসে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহত আন্দোলনকারীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং সরকারি চাকরিতে বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুসারে, যত তাড়াতাড়ি সম্ভব আহত আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত করা হবে। তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার সম্পূর্ণ বহন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশনা দেবে। একই সঙ্গে নিহতদের পরিবারকেও সাহায্য করবে সরকার।

চুক্তিভিত্তিক সব নিয়োগের তালিকা প্রস্তুত করা হচ্ছে। কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগের সুপারিশ দিতে মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

ইএইচ