প্রাণ নাশের হুমকি, ফারইস্ট লাইফের সিইও আপেল মাহমুদের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৬:২৭ পিএম

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও)আপেল মাহমুদের বিরুদ্ধে জিডি করেছেন কোম্পানির চাকরিচ্যুত্ এক কর্মকর্তা।

বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদের বিরুদ্ধে এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বীমা কোম্পানিটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মোশারফ হোসেন ভূঁঞা গত বুধবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন।যার জিডি নম্বর ৬২২।

জিডিতে উল্লেখ করা হয়, “আমি/ আমরা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ১৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মনববন্ধন করি। অনুষ্ঠান শেষে র‍্যালি নিয়ে ফারইস্ট টাওয়ারের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুণর্বহাল ও গ্রাহকের টাকা প্রদানের জন্য দাবি জানানো হয় এবং আমরা কর্মসূচি সমাপ্ত করি।

এরপর অদ্য (১৪ আগস্ট) দুপুর ৩.৫৭টার সময় বিবাদী মোবাইল নং ০১৭২৯০৭৮৪৪৪ থেকে আমাকে ফোন করে বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। বর্তমানে নিজের জীবনের নিরাপত্তাহিনতায় ভুগছি” বলে জিডিতে উল্লেখ করেন মোশারফ হোসেন ভূঁঞা।

আরএস