প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই মন্ত্রণালয়ের কোটি টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১২:৪৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লাখ ৬৪ হাজার টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার টাকা দিয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।

শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুই মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ১১ হাজার ৮৮০ টাকা, বন অধিদফতর ৩৫ লাখ টাকা, পরিবেশ অধিদফতর ৩ লাখ ৩৫ হাজার ৪৫ টাকা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ৩ লাখ ১৫ হাজার ৩০১ টাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ৩ লাখ ৩ হাজার ১২২ টাকা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ৪০ হাজার ৪৭১ টাকা, বাংলাদেশ রাবার বোর্ড ২০ হাজার ৫৯০ টাকা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৩৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেছে।

অপরদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪৬ লক্ষ ৬০ হাজার ২৪১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ৪ হাজার ৫০ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ টাকা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫ টাকা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর ২২ হাজার ২০০ টাকা, নদী গবেষণা ইনস্টিটিউট ১ লাখ ৪৫ হাজার টাকা, এবং যৌথ নদী কমিশন ২১ হাজার ২৭৬ টাকা প্রদান করেছে।

ইএইচ