দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:২৯ পিএম

বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুটি বিভাগে ভারী বর্ষণও হতে পারে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

অভিনব পরিস্থিতিতে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

নেত্রকোনায় রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরএস