মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা ও পূজামণ্ডপে আর্থিক অনুদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০২:৩২ পিএম
মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা ও পূজামণ্ডপে আর্থিক অনুদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা, পূজামণ্ডপে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোনের আর্থ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে চিকিৎসা সহায়তা, বন্যাদুর্গত পরিবারের মাঝে টিন বিতরণ, বিভিন্ন স্কুল ও মাদরাসার শিশুদের মাঝে স্কুলব্যাগ ও ছাতা, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, সোলার এবং ৭০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসব বিতরণ করেন।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও গুইমারা সিএমএইচের মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, দন্ত চিকিৎসক ক্যাপ্টেন আরিফুল ইমরান প্রায় ছয়শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলামসহ সাংবাদিক, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

AddThis Website Tools