ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১১:৫০ পিএম
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি সাভারে শ্রমিক অসন্তোষে সাবেক এই সংসদ সদস্য সংশ্লিষ্টতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে সাভারে তার অবস্থা শনাক্তের পর তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, সরকার পতনের পর থেকে সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে ছিলেন। সাভারে শ্রমিক অসন্তোষ চলাকালে তার ইন্ধন বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিলো। গত কদিন পুনরায় অসন্তোষ করতে কাজ করছিলো এই তাহজীব। তারপ থেকে তাকে নজরদারিতে রাখা হচ্ছিলো। এরপরই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি বলে র্যাব সূত্র জানিয়েছে। তাহজীবের বিরুদ্ধে ঝিনাইদহে একটি হত্যা মামলা আছে।

ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

তাহজীব আলম রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‍‍`মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড‍‍` নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

ইএইচ

AddThis Website Tools