সাত দিন বাড়ল হজ নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৩০ পিএম

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে।

ফলে নিবন্ধন চলবে আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বর্ধিত সময়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। একইসঙ্গে, হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। নিবন্ধন-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। তবে, সুস্থ হজ ব্যবস্থাপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।

এর আগে, গত ১৫ ডিসেম্বর হজ নিবন্ধনের পূর্ব নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। সে সময় মন্ত্রণালয় জানায়, হজ নিবন্ধনের চূড়ান্ত সময় শেষ হলেও প্রায় ৫৭ হাজার কোটা ফাঁকা ছিল। সৌদি সরকারের আল্টিমেটামের কারণে আর সময় বাড়ানো সম্ভব হয়নি।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, আসন্ন মৌসুমে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের জন্য কোটা বরাদ্দ ছিল, যার মধ্যে রোববার রাত ৮টা পর্যন্ত ৬২ হাজার ২১২ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন। এছাড়া, প্রায় ৮ হাজার হজযাত্রী ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন। সব মিলিয়ে, মোট ৭০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন। এর ফলে, এক দফা সময় বাড়িয়েও প্রায় ৫৭ হাজার কোটা ফাঁকা রয়ে যায়।

ইএইচ