টাঙ্গাইলে বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০১:৩৮ পিএম

বঙ্গবন্ধু সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার  আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় সিএনজির চালকসহ ২ জন নিহত হয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর  করেছে। নিহতরা হলেন, সিএনজি চালক  কালিহাতী উপজেলার পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও টাঙ্গাইল  সদর উপজেলার করটিয়ার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি বঙ্গবন্ধুসেতু  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময়   উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির একটি  যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সিএনজি যাত্রী  প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে     ঢাকা পৌঁছানোর পূর্বেই তিনি  অ্যাম্বুলেন্সেই মারা যান।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন জানান, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত  সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

বিআরইউ