বদলীর আদেশ প্রত্যাহারের দাবী

বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশাল ব্যুরো: প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৮ পিএম

প্রধানশিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় এ বিক্ষোভ কর্মসূচী হয়েছে ।

বিক্ষোভ চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তারা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা নিপা রানী পালের বদলী আদেশ প্রত্যাহার এবং স্কুলের পড়ালেখা বাদ দিয়ে ফেসবুক-ইউটিউবে সময় কাটানো সহকারী শিক্ষিকাদের শাস্তির দাবী করেন।

মহাসড়ক অবরোধের পূর্বে স্কুল মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায়  অভিভাবক দেলোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে মেহেদী হাসান শ্যামল খলিফা সহ অন্যান্য অভিভাবকরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, স্কুলের কয়েকজন সহকারী শিক্ষক স্কুল চলাকালীণ সময়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস ফাঁকি দিয়ে ফেসবুক-ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন।

তারই প্রতিবাদ করায় সহকারী শিক্ষকদের রোষানলে পরেন প্রধান শিক্ষিকা নিপা রানী পাল।

যার খেসারত হিসেবে অভিযুক্ত সহকারী শিক্ষকদের পরিবর্তে রহস্যজনক কারনে প্রধানশিক্ষিকাকে বদলী করা হয়েছে।

প্রধান শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও বক্তারা হুমকি প্রদর্শন করেন।

উল্লেখ্য, এর পূর্বে একই দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

পাশাপাশি জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রধানশিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে লিখিত আবেদন করেছেন।

বিআরইউ