থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১১৮৫ অভিযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:৪৩ পিএম

কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকার শব্দে কেঁপে ওঠে পুরো দেশ। বাতাসে ভেসে বেড়ায় বারুদের গন্ধ। অবস্থার প্রতিকার চেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জমা পড়ে ১১৮৫টি অভিযোগ। যার মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি এবং দেশের অন্যান্য স্থান থেকে আসে ৭৯৮টি অভিযোগ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়েছে।

আনোয়ার সাত্তার বলেন, গত রাতে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইডের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯ থেকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি অগ্নিনির্বাপক দল রওনা দেয়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

আরএস