সচিবালয়ের সামনে আমরণ অনশনে চাকরিচ্যুত এসআইরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৪:৫৩ পিএম

চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার সচিবালয়ের সামনেই আমরণ অনশনে বসেছেন ৪০তম ক্যাডারের ৩২১ জন সাব-ইনস্পেক্টর (এসআই)। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েন অবস্থানরত ক্যাডেট এসআইদের সমন্বয়ক মো. আলমগীর।

এদিকে কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেক আগে পুলিশের পক্ষ থেকে তাদের সরে যেতে বলা হয়।

পুলিশ জানায়, সচিবালয় কেপিআইভুক্ত এলাকা ও ১৪৪ ধারা বহাল আছে। এখানে অবস্থান না নিয়ে অন্যভাবে দাবি আদায়ের জন্য বলেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। কিন্তু অবস্থারত ক্যাডেট এসআইরা বিকেল ৪টা পর্যন্ত দেখবেন জানিয়ে পরবর্তী কর্মসূচী ঘোষণার কথা জানান।

বিকাল ৪টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা সরকারের তরফ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সচিবালয়ের সামনেই আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণার পরপরই তারা সচিবালয়ের ১নং গেটের বিপরীতের রাস্তায় বসে পড়েন। এসময় নারী ক্যাডেটদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

কান্নারত নারী ক্যাডেট এসআইরা বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। এটা অজুহাত মাত্র।

তারা আরও বলেন, সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে আমরা যাইনি। কেউই আমাদের রেসপন্স করেনি। যে কারণে এই কর্মসূচি ঘোষণা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।

ইএইচ