ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৪:৫২ পিএম

পৌরসভার মধ্যভদ্রপাড়া মহল্লার জসিম উদ্দিনের শিশু কণ্যা,নাম রাইসা, বয়স দেড় বছর, আজ সকাল ১১ টার দিকে রেলের পুকুরে পরে মারা গেছে। জসিমের দুই বাচ্চা, রাইসা ছোট। বড় ছেলের বয়স ৪ বছর।
ওদের বাড়ির সাথেই রেলের পুকুর।

ছোট বাচ্চাটা ওর মাকে খুজতে ঘরের সামনেই পুকুর ঘাটে গিয়েছিল কিন্তু ওর মা সেখানে ছিলনা। বাচচাটা পুকুর ঘাটে কখন গেছে, ওর মা টের পায়নি। কিছুক্ষণ পরে ওর মা ঘাটে গিয়ে রাইসার পরনে থাকা জামার একটা অংশ ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। পরে ওটা তুলে রাইসার লাশ সনাক্ত করা হয়।
জসিম খুবই দরিদ্র এবং ফার্নিচারের কাজ করে।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে অতঃপর স্হানীয় চিকিৎসকগণ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। 

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে।

আরএস