সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১২:৩৬ এএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার কোস্ট গার্ড জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী’ কোস্ট গার্ড সদস্য ও সাধারণ মানুষের সমন্বয়ে সেন্টমার্টিন একটি পরিবেশ রক্ষা ও পরিছন্নতা কর্মসূচির আয়োজন করে।

সোমবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী কোস্ট গার্ড সদস্য ও সাধারণ মানুষের সমন্বয়ে সেন্টমার্টিন এ পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে। উক্ত কর্মসূচিতে সেন্টমার্টিন বাজার সংলগ্ন পূর্বপাড়া জেটি ঘাটের উত্তর হতে পুলিশ ফাঁড়ি বীচ পর্যন্ত পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে সাধারণ জনগণ অত্যন্ত প্রফুল্ল চিত্তে কোস্টগার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।

ইএইচ