কুমিল্লা সোয়া তেরো টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:২১ পিএম

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন (অ্যাডিশনাল ডিআইজি) মো. খাইরুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযানে মঙ্গলবার ভোর ছয়টায় কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানাধীন এলাকায় কুমিল্লামুখী লেন হতে আসামি চালক মো. উজ্জ্বল হোসেন (২৮) কে নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যানসহ ঢাকা মেট্রো-ট-২৪-৫৪২০ আটক করা হয়। পিতা-আব্দুল সামাদ, সাং-বেনাপোল দিঘিরপাড়, থানা-শর্শা, জেলা-যশোর।

উক্ত পুলিশের বিশেষ অভিযানে কাভার্ডভ্যান থেকে ৮০ কেজি ওজনের ১০০ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১০৫ টি বস্তায়  সর্বমোট ১৩,২৫০ কেজি অর্থাৎ  ১৩.২৫ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন (অ্যাডিশনাল ডিআইজি) মো. খাইরুল আলম তিনি জানান পুলিশের বিশেষ অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দাউদকান্দি থেকে মঙ্গলবার ভোরে ঢাকার মধুপুর ট্রান্সপোর্ট হতে চট্টগ্রামে যাওয়ার পথে উদ্ধারকৃত পলিথিন ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। কাভার্ডভ্যান থেকে ৮০ কেজি ওজনের ১০০ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১০৫ টি বস্তায়  সর্বমোট ১৩,২৫০
কেজি অর্থাৎ  ১৩.২৫ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরএস