থেমেছে দুই কলেজের সংঘর্ষ, মিরপুর সড়কে যান চলাচল শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৫৫ পিএম

দীর্ঘ প্রায় ২ ঘণ্টার ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের পর থেমেছে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সড়ক থেকে সরে যান। এরকিছু সময় পর শুরু হয় যান চলাচল। তবে এখনও পুরো এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

এর আগে, বিকেল ৪টার দিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ভেতর থেকে পাল্টা সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধভাবে ধাওয়া দেন। এতে করে আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা পিছু হটে ধানমন্ডি ৩ নম্বর সড়কের পুলিশ বক্স ও গ্রিন রোডে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় উভয়পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের বিষয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, সকালে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে স্লেজিং এবং মারধর করেছে। যার জের ধরেই প্রতিবাদ জানানো হয়েছে। সবশেষ সংঘর্ষ চলাকালীন সময়ে সমঝোতা হওয়ার পর আবারও এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা প্রতিহত করা হয়েছে।

অবশ্য জানা গেছে, এর আগে গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরেও এই দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ওইদিন দুপুরেই ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটান তারা।

বিষয়টি নিয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, গত ৫ তারিখ দুপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওইদিনের ঘটনার জেরেই আজ ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কলেজের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর সংঘর্ষের কারণে গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে পরবর্তী সময়ে যেন ফের সংঘর্ষ না বাঁধে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

আরএস