যানবাহন ও শিল্পকারখানার কালো ধোঁয়া এবং ধুলাবালি কারণে বিশ্বব্যাপী বায়ু দূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে প্রতিদিনই প্রথমদিকে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সোয়া ১০টার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ২০৮।
একই সময়ে বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ১৮১, দিল্লির স্কোর ১৭৯, চীনের উহানের স্কোর ১৭৪ ও পঞ্চম স্থানে নেপালের কাঠমান্ডুর স্কোর ১৬৬।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা ব্যতীত বিশ্বের আর কোনো শহরের দূষণ স্কোর ২০০ ছাড়ায়নি।
মূলত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিআরইউ