অপারেশন ডেভিল হান্ট

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার আরও ৪৬১

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৭:৪৩ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৪৬১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টে ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়, একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুটি এলজি, একটি শুটারগান ও একটি সামুরাই।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

বিআরইউ