রাষ্ট্রে সকল বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে সংযমী হতে হবে, ভোগবাদী মানসিকতা পরিহার করতে হবে এবং সংকীর্ণতা ছাড়িয়ে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজিত ‘শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশ সফরের ১২৫ বছর পূর্তি উপলক্ষে।
সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। সকল ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণের দিকে নির্দেশ করে উল্লেখ করে তিনি বলেন, "শ্রী সারদাদেবী ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক।"
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা। এছাড়া রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা সারদাদেবীর শিক্ষা ও দর্শনের আলোকে বিশ্বজনীন ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সৈয়দা রিজওয়ানা হাসান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইএইচ