ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা আজ (১৭ মার্চ) সকালে কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
গতকাল (১৬ মার্চ) এমআরটি পুলিশ সদস্যদের হাতে চারজন ডিএমটিসিএল কর্মী শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে তারা এই কর্মবিরতি পালন করেন।
পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর আড়াই ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মীরা।
বিষয়টি নিয়ে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক।
এদিকে, ঘটনার পর ডিএমটিসিএল কর্মীরা ৬টি দাবী জানিয়েছেন, এর মধ্যে রয়েছে: অভিযুক্ত এমআরটি পুলিশ সদস্যদের শাস্তি, মেট্রোরেল কর্মীদের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী গঠন, স্টেশনে পরিচয়পত্র ছাড়া প্রবেশের উপর নিষেধাজ্ঞা, আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং স্টেশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, এমআরটি পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ধরনের আচরণ মেট্রোরেলের কর্মপরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে।
ইএইচ