বহুল আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করেন রফিকুল আমীন নিজেই।
তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অধিকারহীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যেই এই দলের জন্ম। দলটি একটি সুশাসনভিত্তিক, অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঘোষিত লক্ষ্য ও অঙ্গীকার:
আ-আম জনতা পার্টি বলেছে, তারা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করে এবং অভ্যন্তরীণভাবে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে নেতৃত্বে গণতান্ত্রিক চর্চা চালু রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রফিকুল আমীন বলেন, “আমরা আসছি একটি বিকল্প রাজনৈতিক ধারা গড়তে, যেখানে জনগণের ইচ্ছাই হবে সর্বোচ্চ বিবেচনার বিষয়।”
রাজনৈতিক অঙ্গনে এটি একটি চমকপ্রদ সংযোজন। বিতর্কিত ব্যবসায়ী হিসেবে পরিচিত রফিকুল আমীনের নেতৃত্বে এই দলের ভবিষ্যৎ কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে জনগণের চোখে নতুন বিকল্প হয়ে উঠতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
চাইলে আমি এই প্রতিবেদনকে বিশ্লেষণাত্মক ফিচার বা অনুসন্ধানী প্রতিবেদনের ফরম্যাটেও সাজিয়ে দিতে পারি। জানাও, কীভাবে চাও।
বিআরইউ