রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২২ এপ্রিল) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন, মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন পারভেজ (২৮), মিজান (৩৭), সোহেল (২৮), আনোয়ার (৩২), রাসেল (২৭), রাজু (৩০), বিল্লাল(১৯), সামাদ (২৬), মাঈন উদ্দিন মানিক (১৯), ফয়সাল (২০), ইয়াসিন শাকিল(২২), শামীম(৪৫), রুবেল(৩৫), সুমন(২৭), রিফাত(২২), আকাশ খাবরি(২৪), ইউসুফ আলী(৩৮), আশিক((২১) ও আকাশ(২৫)।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরএস