কৃষি তথ্য বিস্তারে কল সেন্টার ও অ্যাপসের ব্যবহার: সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১১:০৩ পিএম

কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য বিস্তারে কল সেন্টার ও মোবাইল অ্যাপসের ভূমিকা নিয়ে “কৃষি তথ্য বিস্তারে কল সেন্টার ও এপস এর ব্যবহার: সম্ভাবনা ও করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ঢাকায় কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, ঢাকা-এর আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) কৃষি মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. নূরে আলম সিদ্দিকী (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা), আহসানুল বাসার (আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, ঢাকা), এবং ড. মো. জাকির হোসেন (অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল)।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহাবুবুল আলম। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন মুখ্য আলোচক ড. মো. শাহাদৎ হোসাইন সিদ্দিক, সিনিয়র সহকারী পরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর।

সেমিনারে সভাপতিত্ব করেন মো. মসীহুর রহমান।

অনুষ্ঠানে কৃষিকথা পত্রিকার গ্রাহক বৃদ্ধিতে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ (মানিকগঞ্জ) সহ মোট ১৪ জনকে, যারা ১৪৩১ বঙ্গাব্দে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

সেমিনারে বক্তারা বলেন, “গ্রামীণ কৃষকদের তথ্য-প্রযুক্তির আওতায় আনার ক্ষেত্রে কল সেন্টার ও অ্যাপস ব্যবহার একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সহজে কৃষি বিষয়ক পরামর্শ, বাজারের তথ্য, আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন জরুরি তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”

বক্তারা আরও বলেন, “সঠিক প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।”

ইএইচ