আওয়ামী লীগের সঙ্গে আর নেই জাতীয় পার্টি: জি এম কাদের

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০২:০৭ পিএম

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

ইভিএমের বিষয়ে জি এম কাদের বলেন, ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মাধ্যম।

সম্প্রতি জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পর দলের ভেতরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। 
একদিকে, রাঙ্গা দাবি করেন, রওশন এরশাদকে বাদ দেয়ার প্রতিবাদ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।অন্যদিকে, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করা হয়েছে।


টিএইচ