বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নিখিল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৫:৩০ পিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ২০১৪ সালের বিএনপি-জামায়াত হরতালের নামে সারা দেশে ১৬৫ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। 

তারই ধারাবাহিকতায় আবারও তারা সভা সমাবেশের নামে সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতবৃন্দকে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে মতলব উত্তরের নিশ্চিন্তপুরে আওয়ামী লীগ মনোনীত চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য নিখিল একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে সব অপশক্তিকে রুখে দিতে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানান সভায় যুবলীগ সাধারণ সম্পাদক।

সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল, উপাধী ইউনিয়নের (দক্ষিণ) চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাদুল্যাহপুর ইউনিয়নের চেয়ারম্যান জোবায়ের আলম পাঠান (স্বপন), নায়ের গাঁও ইউনিয়নের (দক্ষিণ) চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, ইসলামবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল সরকার, বাগানবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকারম হোসেন খান ওপেল, সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর খোকন, ষাট নল ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন বাবর, মাহফুজুর রহমান টুটুল, মো. আলী মাঝি, ঝন্টু দাস, বিভিন্ন পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারসহ বিভিন্ন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

টিএইচ