আ.লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হত্যা করে: মোশাররফ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৪:৩৫ পিএম

এটা সবাই জানে, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হত্যা করে। দেশে লুটপাট হয়। গত ১৪ বছর কীভাবে তারা গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, এটাও সবাই জানে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, দেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করেছে, লুটপাট করেছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, ডলার লুটপাট করেছে, তাদের কারণে মানুষ আমদানি করতে পারছে না। অতএব এ সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হবে। তাই দেশকে রক্ষা করতে হলে দেশর মানুষকে এ সরকারের হাত থেকে রক্ষা করতে হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে একদলীয় শাসন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিএনপির কর্মসূচিগুলোতে ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে গুলি করছে। তারপরও প্রধানমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নির্দ্বিধায় উচ্চবাচ্য করছেন, অসত্য কথা বলে যাচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, সমাবেশগুলোতে হামলা প্রতিরোধ করতে দলের নেতাকর্মীরা পতাকা হাতে অংশগ্রহণ করছে। প্রতিরোধের প্রয়োজনে পতাকার সেই লাঠি আরও লম্বা করতে হবে। দেশে এতো হত্যাকাণ্ডের পরও সাধারণ মানুষ যেভাবে বিএনপির সমাবেশে সম্পৃক্ত হচ্ছে। এটা বলতেই হয়, আজকে মানুষ ন্যায়ের পক্ষে জেগে উঠেছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে।

মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী বিবিসির সাংবাদিককে বলেছেন আগামী নির্বাচনে সুষ্ঠু হবে। কিন্তু তার এ কথা দেশের মানুষ বিশ্বাস করে না। ২০১৪ সালে ১৫৪টি আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। দেশে-বিদেশে সবাই এবিষয়টি জানে। তারপরও কীভাবে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্রের সুবাতাস বয়।

এবি