বরিশালে অবস্থান করেছে মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা

বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৮:৫২ পিএম

বরিশাল বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সমাবেশের একদিন আগেই বরিশালে এসে পৌঁছেছেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় তারা বিমান যোগে বরিশালে এসে পৌঁছেছেন। সমাবেশ স্থলের পাশেই নগরের বান্দ রোডস্থ গ্রান্ড পার্ক হোটেলে উঠেছেন তারা। কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পূর্বে আকাশ পথে বিমানে বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ। এসময় তার সাথে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমির খসরু মাহামুদ। এসময় বরিশাল বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান বরিশাল জেলা, মহানগর এবং বিভাগীয় নেতৃবৃন্দ।

পরে তাদের মোটরসাইকেলের বহরে বরিশাল নগরীতে নিয়ে আসা হয়। তবে সমাবেশ সফল করার লক্ষ্যে আগে থেকেই বরিশালে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ডা. এজেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

মেজবা উদ্দিন ফরহাদ বলেন, ‘ঢাকা থেকে যেসব সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন তারা সমাবেশ স্থল বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) এর পাশেই গ্রান্ডপার্ক হোটেলে উঠেছেন। তারা ওই হোটেল থেকেই সরাসরি সমাবেশে যোগানদান করবেন।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আমার বাসায় উঠেছেন। আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্ব করার কথা রয়েছে। ওদিকে আজকেও সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারন্য রয়েছে। মিছিল শ্লোগানে উত্তপ্ত করে রেখেছে নেতাকর্মীরা।

এআই