সংসদের উপনেতা হলেন মতিয়া চৌধুরী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৯:৪১ পিএম
সংসদের উপনেতা হলেন মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর থেকে পদটি ফাঁকা হয়।

এবি

AddThis Website Tools