বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১২:০৫ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু ভেড়ি থেকে রামপুরা হয়ে আবুল হোটেলে শেষ হবে।

গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মাজাররোড -মিরপুর ২নাম্বার হয়ে ১০নাম্বার গোল চত্ত্বরে এসে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিনের পদযাত্রা ৩০ জানুয়ারী যাত্রাবাড়ী হয়ে শ্যামপুর দুপুর ২টায়।

১ ফেব্রুয়ারি বুধবার মুগদা থেকে মালিবাগ দুপুর ২টায়। আজ ২৬ জানুয়ারি  সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জরুরী সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় ফখরুল  বলেন, এটিও যুগপৎ আন্দোলনেরই অংশ। তবে এটি বিএনপির কর্মসূচি, চাইলে অন্য অন্য দলগুলো এ কর্মসূচির সাথে অংশ নিতে পারবে।

এসবি/ এবি