আওয়ামী লীগের শান্তি, বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৯:৫৮ এএম

দেশের ১০টি বিভাগীয় সদরে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশের মধ্যেই শনিবার ঢাকাসহ আরও ৫টি মহানগরে 'শান্তি সমাবেশ' করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির সমাবেশের লক্ষ্য নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবির প্রতি সমর্থন আদায়।

ঢাকা ছাড়াও আওয়ামী লীগ সমাবেশ করবে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রংপুরে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা ওইসব শহরে স্থানীয় নেতাকর্মীদের বিএনপির কর্মকাণ্ডের ওপর নজর রাখতে বলেছেন বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে এবং ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ নিন্দা জানাতে বিকেল ৩টার দিকে কামরাঙ্গীরচর হাসপাতাল চত্বরে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

কাজীর দেউড়ি এলাকায় বিভাগীয় সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। কাজীর দেউড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে আন্দরকিল্লা মোড়ে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ' অনুষ্ঠিত হবে।

সিলেটে বিএনপির সমাবেশের এক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ।

বিএনপি এর আগে রেজিস্ট্রার অফিস চত্বরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করে। তবে গত বুধবার আওয়ামী লীগ একই স্থানে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দেয়।

এর একদিন পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ।

খুলনা নগরীর কে ডি ঘোষ রোড এলাকায় দুপুর ২টার দিকে সমাবেশ করবে বিএনপি এবং আওয়ামী লীগ সমাবেশ করবে শিববাড়ী মোড়ে।

রংপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশ করবে বিএনপি এবং গণগ্রন্থাগার চত্বরে সমাবেশ করবে আওয়ামী লীগ।

এ ছাড়াও, সকাল ১১টার দিকে জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাবেশ করবে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এবং দুপুর ২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ করবে বিএনপি।

এআরএস