২৫ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির পদযাত্রা কর্মসূচি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৫:৫৫ পিএম

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়ণের প্রতিবাদে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সকল জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য,  আজ শনিবার দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্ব দানকারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবগণ স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে উপরোক্ত কর্মসূচি ঘোষণা করেন।
এআরএস