কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মহান আল্লাহ রাসূল (স.) ও মা-বাবার পর আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেছি। বঙ্গবন্ধুকে ভালো না বাসতে পারলে আমি একটা গরুর রাখাল হতাম, অথবা রিকশাওয়ালা হতাম। আজকে যে দেশকে ভালবাসতে পারি, মাটিকে ভালবাসতে পারি তা বঙ্গবন্ধুর জন্য।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক শ্রমিক জনতালীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমি ৭২ সালে মন্ত্রী হতে পারতাম। এমপি হওয়া আমার জন্য কোন কঠিন কথা না। তবে আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করিনা। আমি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি, আমি মানুষকে পাহারা দেওয়ার জন্য রাজনীতি করি। মুক্তিযোদ্ধাদের ভাতা এখন ২০ হাজার টাকা। তাদের ভাতা ৫০ হাজার টাকা হওয়া উচিত। নির্বাচনের পরে আমি মুক্তিযোদ্ধাদের ভাতা ৬০ হাজার টাকা করে দিবো ইনশাআল্লাহ। তেল, গ্যাস ও বিদ্যুতের প্রতিনিয়ত দাম বৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করেন।
এছাড়াও তার দলের ব্যাপারে বলেন, শক্ত করে গামছা ধরুন, ভোট চুরি বন্ধ করবো। আমি গামছা নিয়েছি চুরি বন্ধ করার জন্য, আমি গামছা দিয়ে দেশের সমস্ত নোংরা পরিস্কার করতে চাই। মানুষকে গামছার পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।
জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মীনি নাসরিন কাদের সিদ্দিকীসহ বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বীর প্রতীক), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতারীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস, উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমুখ।
এআরএস