সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না : ফখরুল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৬:৩৮ পিএম

গোটা দেশ আজ বিপদগ্রস্থ। সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না। তারা ম্যান্ডেটহীন অবস্থায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে এ কথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার এখন সংবিধানের দোহাই দিচ্ছে। তারা তো গায়ের জোরে সংবিধান পরিবর্তন করেছে। গত ১৫ বছর ধরে সংবিধান কেটে-ছেড়ে শেষ করে দিয়েছে। এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিরোধী মতের নারীদেরও জেলে পাঠাচ্ছে। মহিলা দলের অনেক নেতাকর্মী কারাভোগ করেছেন। এই সরকার ফের ক্ষমতায় আসলে নারী-শিশুসহ গোটা রাষ্ট্র নিরাপত্তাহীনতায় পড়বে। এজন্য সরকারবিরোধী আন্দোলনে নারীদের আরও বেশি সক্রিয় হতে হবে।

মির্জা ফখরুল বলেন, অহংকারী সরকার কারও কথা শুনছে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তাদের আর কোনোভাবেই ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।

তিনি বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে। আশা করি সরকার বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরএস