নির্দলীয় সরকারের একদফা দাবীতে শান্তিপূর্ন মহাসমাবেশে পুলিশ-আওয়ামী বর্বরোচিত, নৃশংস হামলা মামলার প্রতিবাদে ২৯ অক্টোবর (রবিবার) সকাল-সন্ধা হরতাল কর্মসুচী চলাকালে পুরানা পল্টন এলাকায় লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির ঝটিকা মিছিল করে। মিছিলটি লেবার পার্টির নয়াপল্টন কার্যালয় থেকে শুরু হয়ে বালুর মাঠ, জামাত খানা হয়ে কালভার্ট রোড প্রদক্ষিন করে।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের শান্তির্পূন মহাসমাবেশকে বর্বরতায় পরিনত করেছে। আর্ন্তজাতিক শক্তির কাছে মিথ্যাচার করতে পরিকল্পিত ভাবে বিএনপি-লেবার পার্টিসহ বিরোধীদলের নিয়মতান্ত্রিক আন্দোলনকে সংঘাত ও সংর্ঘষের মুখোমুখি দাড় করেছে। আমরা শান্তিপূর্ন আন্দোলনে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, জনগন সরকারের প্রতি অনাস্থা জানিয়ে স্বঃতস্ফূর্ত ভাবে সকাল সন্ধা হরতাল পালন করেছে। মির্জা ফখরুল সহ যুগপৎ আন্দোলনের নেতা-কর্মীদের গ্রেফতার নির্যাতন চালিয়ে আবারো বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা করছে। যা দেশপ্রেমিক জনগন প্রতিহত করবে। তিনি হরতাল কর্মসুচী সফল করায় দেশবাসী ও নেতা-কর্মীদের লেবার পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানান।
এতে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আলী, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, প্রচার সম্পাদক মনির হোসেন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ।
আরএস